ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

তেল মাপে কারচুপি, দুই ফি‌লিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ২০:০০

তেল মাপে কারচুপি, দুই ফি‌লিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

কুমিল্লায় তেল প‌রিমাপে কারচুপি করায় দুই ফি‌লিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বিএস‌টিআই অ‌ফিসের সহায়তায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম। তিনি জানান, পদুয়ার বাজার, আলেখারচর ও কালাকচুয়া বিশ্বরোড এলাকার ফি‌লিং স্টেশনগুলোতে বিশেষ তদার‌কি করা হয়। অ‌ভিযানে ওই এলাকার ১২টি ফি‌লিং স্টেশনের ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং ভোক্তাকে প্রতিশ্রুত প‌রিমাপে জ্বালা‌নি সরবরাহ করা হচ্ছে কিনা যাচাই করা হয়।

তিনি বলেন, এ সময় প‌রিমাপে কারচুপি করায় রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশনকে ১ লক্ষ টাকা এবং ইস্ট জোন ফি‌লিং স্টেশনকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত