ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

টঙ্গীতে ৩৩ পাখি উদ্ধার, প্রকৃতিতে মুক্ত

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ২১:২০

টঙ্গীতে ৩৩ পাখি উদ্ধার, প্রকৃতিতে মুক্ত
ছবি: প্রতিনিধি

টঙ্গী পাখি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৩৩টি দেশীয় পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

রোববার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার পরিদর্শক নিগার সুলতানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার টঙ্গী পাখি বাজারে অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে পাখি বিক্রেতারা পাখি ফেলে পালিয়ে যায়। এসম পাখি বাজার থেকে ১টি ময়না, ১৬টি শালিক , ১টি সারলী এবং ১৫টি টিয়াসহ মোট ৩৩টি দেশীয় পাখি উদ্ধার করা হয়। পরে এগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

তাছাড়া পাখি বাজারে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় ও বন্যপ্রাণী অপরাধ দমনের লক্ষ্যে ব্যাপক জনসচেতনা বৃদ্ধি করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত