ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

কুড়িয়ে পাওয়া মোবাইল দিয়ে ব্ল্যাকমেইল, আটক ২

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ১০:২৯  
আপডেট :
 ০৮ আগস্ট ২০২২, ১০:৩৩

কুড়িয়ে পাওয়া মোবাইল দিয়ে ব্ল্যাকমেইল, আটক ২
ছবি- প্রতিনিধি

কুমিল্লায় কুড়িয়ে পাওয়া মোবাইল ফোনের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার কথা বলে মোবাইলের মালিককে ব্ল্যাকমেইলিং করার অভিযোগে দুই যুবককে আটক করেছে র‌্যাব।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আটককৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম বাবু (২৩) ও মাহমুদুল হাসান সায়েম (২১)।

আটককৃতদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব জানায়, কুমিল্লায় টাওয়ার হাসপাতালে কুড়িয়ে পাওয়া একটি মোবাইল ফোনের ছবি ও ভিডিও নিয়ে মোবাইলের মালিকের কাছে ৬ লাখ টাকা দাবি করে। পরে ভুক্তভোগী র‌্যাবের কাছে অভিযোগ করলে অভিযুক্তদের নগরীর অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত