ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

বড়পুকুরিয়া খনিতে পুনরায় আংশিক কয়লা উত্তোলন শুরু

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ২২:০৫

বড়পুকুরিয়া খনিতে পুনরায় আংশিক কয়লা উত্তোলন শুরু
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় দফা বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে পুনরায় শুরু হয়েছে আংশিক কয়লা উত্তোলন। প্রথম দিন ৭৫০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার খনির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শনিবার সন্ধ্যা থেকে আবারো কয়লা উত্তোলন আংশিকভাবে শুরু হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে পুরোপুরি কয়লা উৎপাদন শুরু হবে।

খনির ব্যবস্থাপনা পরিচালক আরও বুলেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পুরোপুরি কয়লা উত্তোলন শুরু হলে প্রতিদিন ২ হাজার থেকে ২ হাজার ২০০ টন কয়লা উত্তোলন করা যাবে। বর্তমানে খনিতে ৩০০ চাইনিজ শ্রমিক ও ১৩৮ জন দেশি শ্রমিক কয়লা উত্তোলন করছে। কয়েক দিনের মধ্যে কয়লা উত্তোলনের কাজে শ্রমিকের সংখ্যা আরও বাড়ানো হবে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই সকাল সাড়ে ৯টায় খনির নতুন ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ এপ্রিল ১৩১০ নম্বর ফেইজ থেকে মজুত শেষ হয়ে যাওয়ায় দীর্ঘ প্রায় তিন মাস পর ১৩০৬ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন প্রক্রিয়া শুরু করা হয়। গত শনিবার ৭১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৭ জস দেশীয় ও ৩ জন চাইনিজ শ্রমিক করোনা পজিটিভ পাওয়া গেছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত