ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ইউপি নির্বাচনে বিরোধের জেরে হামলা, আহত ৫

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ১৪:৩৮  
আপডেট :
 ১৩ আগস্ট ২০২২, ১৪:৫০

ইউপি নির্বাচনে বিরোধের জেরে হামলা, আহত ৫
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে বর্তমান ইউপি সদস্যদের সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থীর পাঁচ কর্মী আহত হয়েছেন। ইউপি নির্বাচনের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আহতরা হলেন- শাহআলম বেপারী (৪৫), অহেদ বেপারী (২৫), সুমন (৩৫), সবুজ (২৫) ও জসিম সরদার (৪৮)। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের পূর্ব এনায়েতনগর ইউনিয়ন গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, “সম্প্রতি পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়। ওই নির্বাচনে কালাই সরদারের চর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে দুলাল সরদারের প্রতিদ্বন্দ্বি ছিলেন মো. আবদুল। নির্বাচনে বিজয়ী হন দুলাল ।

এ নিয়ে আবদুলের সঙ্গে দুলালের বিরোধ চলছিলো। এর জেরে দুলালের কর্মী জসিম হাওলাদারের নেতৃত্বে রহিম, জুলহাস, পলাশ, জামাল ও খবিরসহ বেশ কয়েকজন আবদুলের লোকজনের উপর হামলা চালায়।

আবদুলের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য দুলালের কর্মী জসিম তার লোকজন নিয়ে আমার লোকজনের উপর হামলা চালিয়ে আহত করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে দুলাল বলেন, এ ঘটনায় তার কোনো সমর্থক বা কর্মী জড়িত নয়।

ওসি বলেন, এ ঘটনায় আবদুল বাদি হয়ে একটি মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত