ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

কালোবাজারে রেলের টিকিট বিক্রি

সিলেটে বিআরটিসির কর্মকর্তা গ্রেপ্তার

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ১১:০৮

সিলেটে বিআরটিসির কর্মকর্তা গ্রেপ্তার
বিআরটিসির কদমতলি কাউন্টার ব্যবস্থাপক রুমেল আহমদ

সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারি ও বিআরটিসির কদমতলি কাউন্টার ব্যবস্থাপককে রেলের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে আটক করে র‍্যাব-৯।

বুধবার বিকেলে র‍্যাব-৯ সিলেট রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয় বলে বৃহস্পতিবার সকালে র‍্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর আরাফাত আলী খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সুজন ও রুমেল টিকিট কালোবাজারে বিক্রি করে আসছেন। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বুকিং সহকারি মো. সুজন মিয়াকে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করলে সরকারি কর্মচারি হওয়ায় তাকে ছেড়ে দিই। বিআরটিসির কদমতলি কাউন্টার ব্যবস্থাপক রুমেল আহমদকে গ্রেপ্তার করেছি। এ সময় তার কাছ থেকে চারটি টিকিট জব্দ করা হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারি মো. সুজন মিয়াকে নানা অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত