ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ডিমের মূল্যবৃদ্ধি, ভোক্তা অধিকারের অভিযান

  নিজস্ব প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ১২:৪৩

ডিমের মূল্যবৃদ্ধি, ভোক্তা অধিকারের অভিযান
ছবি: সংগৃহীত

রাজধানীতে ডিমের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে কারওয়ান বাজারে অভিযান শুরু করে সংস্থাটি।

অভিযানে ডিমের মূল্য নির্ধারণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় জরিমানা করা হয়। দুইটি ডিমের আড়তে মালিককে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জব্বার মন্ডল জানান, বেশিরভাগ আড়তে ডিমের মূল্য তালিকা নেই। এছাড়া ক্রয়-বিক্রয়ের কোনো রশিদ বা ভাউচার দেখাতে পারেনি তারা। এ সমস্ত করাণে তাদের আর্থিক জরিমানা করা হয়েছে। ডিমের বাজারে অস্থিরতা কাটাতে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত