ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

৯ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ১৮:০০

৯ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ
ছবি-নিজস্ব

রাজধানীর কেরানীগঞ্জের ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান চালিয়ে ৯ হাজার কেজি জেলি পুশকৃত চিড়িং জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি

বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টায় কোস্ট গার্ডের পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে কেরানীগঞ্জের ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।

অভিযানকালে ধলেশ্বরী ব্রীজের উপর থেকে ৩টি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৯কেজি (২২৫ মণ) অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসব চিংড়ির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

তিনি আরও বলেন, জব্দ জেলি পুশকৃত চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাটিতে পুতে নষ্ট করা হয়।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস

  • সর্বশেষ
  • পঠিত