ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ফেনীতে গরমে ৮০০ মুরগীর মৃত্যু

  ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ২৩:১৩

ফেনীতে গরমে ৮০০ মুরগীর মৃত্যু

প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ের কারণে ফেনীর সংজ্ঞায়িতে একটি পোল্ট্রি খামারের ৮০০ ব্রয়লার মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের পলাশের খামারে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক নজরুল ইসলাম পলাশ।

স্থানীয়রা জানান, নজরুল ইসলাম পলাশ গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। বুধ ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। বিদ্যুৎ বিভাগকে বার বার ফোন দিয়ে কোনো সাড়া পাননি ওই খামার মালিক। বিকেল ৩টার দিকে মুরগিগুলো চোখের সামনে মারা যায়।

এ বিষয়ে খামার মালিক নজরুল ইসলাম পলাশ বলেন, বেশি দামে খাদ্য কিনে মুরগিগুলো খামারে লালন-পালন করেছে। কিন্তু প্রচণ্ড গরমে ভয়াবহ লোডশেডিংয়ে ৮০০ মুরগি মারা গেছে। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, দুই-তিন দিন ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিলো। প্রচণ্ড গরমে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি।

এছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে দশ কেভি ভোল্টেজে নেমে যায়। ফলে চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত