ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

বিদেশি নাগরিকের মোবাইল ফিরিয়ে দেয়ায় পুরস্কৃত হবে রিকশাচালক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০১:৪৪

বিদেশি নাগরিকের মোবাইল ফিরিয়ে দেয়ায় পুরস্কৃত হবে রিকশাচালক

রাজধানীর রিকশাচালক আমিনুল ইসলাম এক মার্কিন নাগরিকের আইফোন পেয়ে তা ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বিষয়টি বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছেন মেয়রের একান্ত সচিব ফরিদ উদ্দিন।

তিনি জানান, একজন রিকশাচালক হয়েও আমিনুল যে সততা দেখিয়েছেন, তা একটি দৃষ্টান্ত। আমিনুলের সততাকে সম্মান জানাতে ও এ ধরনের কাজে অন্যদের উৎসাহিত করতে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। শিগগিরই তার হাতে পুরস্কার তুলে দেবেন মেয়র।

এর আগে, গত ৫ আগস্ট রিকশায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় তিনি একটি মোবাইল (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান। পরে তা ৯ আগস্ট পুলিশের মাধ্যমে মোবাইলটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত