ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ভোলা-লক্ষ্মীপুর লঞ্চ চলাচল বন্ধ

ভোলা-লক্ষ্মীপুর লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ এবং ভোলা জেলার অভ্যন্তরীণ সব রুটে ৬৫ ফুটের নিচে সব নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।

বৈরী আবহাওয়া, যাত্রীদের নিরাপত্তা এবং নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে পরবর্তীকালে নির্দেশ না দেয়া পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সকাল থেকে জেলাজুড়ে ভারী বর্ষণ হলেও দুপুর থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। উপকূলজুড়ে বিরাজ করছে আতঙ্ক-উৎকণ্ঠা।

অন্যদিকে, সব মাছ ধরার নৌকা এবং ট্রালকে নিরাপদে আসতে বলেছে প্রশাসন।

বাংলাদেশ জার্নাল/ মনির

  • সর্বশেষ
  • পঠিত