ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রাইস মিলের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯  
আপডেট :
 ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮

রাইস মিলের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে একটি রাইস মিলের ছাদ ধসে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা সবাই ওই রাইস মি‌লে শ্রমিক হি‌সে‌বে কাজ কর‌তেন।

নিহতরা হ‌লেন- কু‌ড়িগ্রামের পাঁচগা‌ছি ইউনিয়‌নের বাচ্চু মিয়ার ছে‌লে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রা‌মের ক‌রিম মোল্লার ছে‌লে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্ম‌দের ছে‌লে নাঈমুল ইসলাম।

রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ডুবাইল এলাকায় একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, দোতলা একতা রাইস মিলটি ছাদসহ ধ্বসে পড়ে শ্রমিকদের ওপর। এ পর্যন্ত তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।

স্থানীয়রা জানান, এক হাজার মন ওজনের একতা অটো রাইস মিলের ছাদ ভেঙ্গে পড়লে ভেতরে থাকা শ্রমিকরা ধংসস্তুপের নিচে চাপা পরেন। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে গোপালপুর এবং ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

ধংসস্তুপের নিচ থেকে এখন পর্যন্ত তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও শ্রমিক থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত