ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ পরিদর্শক

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:১৪

সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ পরিদর্শক
হামলার শিকার পুলিশ পরিদর্শক হাসপাতালে ভর্তি । ছবি : প্রতিনিধি

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কাওসার হামিদ নামে এক পুলিশ পরিদর্শক।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান। তিনি জানান - ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে, আহত পুলিশ পরিদর্শক কাওসার হামিদ চিকিৎসাধীন অবস্থায় ভালো আছেন।

পুলিশের সূত্রে জানা যায় - রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাজগড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ পরিদর্শক কাওসার হামিদ কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে কর্মরত রয়েছেন।

সহিদুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কাওসার হামিদ। একপর্যায়ে তার ওপর হামলা করা হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে অপরাধীদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ জার্নাল/মনির

  • সর্বশেষ
  • পঠিত