ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

কুমার নদে দেড়শ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৮

কুমার নদে দেড়শ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ
কুমার নদে নৌকাবাইচ। ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ীর কুমার নদে দেড়শ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে।

সোমবার বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ীর কুমার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতা ও মেলা কমিটির সভাপতি, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ি ডেভিড সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওমর হাফিজ মুক্তি, তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ শাকির আহম্মেদ, তেলজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি উবায়দুর রহমান, নৌকা বাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শাফিকুর রহমান, ছাত্রনেতা পারভেজ আজাদ সজল প্রমুখ।

স্থানীয় বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর হাফিজ মুক্তি বলেন, প্রায় দেড়শ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ এটি। ছোট-বড় ১০ টি নৌকা অংশগ্রহণে বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে এবার বর্ষার পানি কম, পানির অভাবে প্রতিযোগীদের নৌকা চালাতে একটু বেগ পেতে হয়েছে।

এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। গ্রাম্য মেলা বসে। দুপুর ১২ টা থেকে দূর-দূরান্ত থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। অত্র এলাকার কয়েকটি গ্রামে কয়েকদিন আগে থেকেই প্রায় বাড়িতে আত্মীয় স্বজনদের আগমন ঘটে। সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে কয়েকদিন আগে থেকেই সাজ সাজ রব পড়ে যায়। যা দীর্ঘদিন ধরে এ উৎসব চলে আসছে। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী প্রত্যেক দলকে পুরস্কার হিসেবে ফ্রিজ দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত