ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
রেললাইন। প্রতীকী ছবি

যশোরের বেনাপোলে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আলী হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকালে বেনাপোলের কাগজপুকুর গেইট নামক স্থানে ঘটনাটি ঘটেছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।

নিহত আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেলেডাঙ্গা গ্রামের রমজান চৌকিদারের ছেলে। তিনি কাপড়ের ব্যবসা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টার দিকে বেনাপোলের কাগজপুকুর গেইট এলাকায় পৌছায়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা আলী হোসেন ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী বলেন, এখানে আনার পর তার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে।

ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত