ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, একজনের মরদেহ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২, ১৮:২৬

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, একজনের মরদেহ উদ্ধার
লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার। ছবি: নিজস্ব।

ভোলার মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে মেঘনা নদীর কন্দ্রকপুর এলাকা থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তি ভোলা সদরের দক্ষিণ রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভোলার মেঘনা নদীর শাখা ইলিশার কন্দ্রকপুর সংলগ্ন এলাকায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরা ছোট ট্রলার (ডিঙ্গি নৌকা) ডুবে যায়।

ট্রলারে থাকা ২ জন কামাল জমাদ্দার (৪০) ও ইউসুফ (১৭) নামক ব্যক্তি নিখোঁজ হন। পরে অপর একটি ট্রলারের সহায়তায় ইউসুফকে উদ্ধার করা হলেও কামাল নিখোঁজ থাকেন।

বিষয়টি কোস্ট গার্ড দক্ষিণ জোন জানতে পেরে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান চলাকালীন শনিবার দুপুর ২টার দিকে মেঘনা নদীর কন্দ্রকপুর এলাকা থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মনিফ তকি আরও বলেন, উদ্ধার মরদেহ পুলিশের উপস্থিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএম

  • সর্বশেষ
  • পঠিত