ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার উদ্বোধন

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ১১:৫৯  
আপডেট :
 ০২ অক্টোবর ২০২২, ১৫:২৫

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার উদ্বোধন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। ছবি- প্রতিনিধি

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ভোলায় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার শুভ উদ্বোধন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

শনিবার রাত ৯টার দিকে ভোলা শহরের ওয়েষ্টার্ণ পাড়া শতদল বিকাশ ক্লাব পূজা মণ্ডপ ও মিহির লাল সাহার মাঠ পূজা মন্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্ধোধন করেন তিনি।

এসময় তোফায়েল আহমেদ বলেন, মুক্তি যুদ্ধের সময় কে হিন্দু কে মুসলমান আমরা ভাবিনি। আমরা সবাই বাঙালি। আমাদের ৩০ লক্ষ যে শহীদের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে কোন কথা নেই। এরা সবাই আমাদের বাঙালি। তারা জীবন দিয়ে মাতৃভূমিকে হানাদার মুক্ত করেছে।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করে রেসকোর্সে ময়দানে তার বক্তব্যে ঘোষণা দিয়েছিলেন এদেশ হবে অস্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। আজকে বাংলাদেশ অস্প্রদায়িক গণতান্ত্রিক দেশ।

পরে তিনি পূজার উপহার হিসেবে শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, ভোলা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুকসহ অনান্যরা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত