ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

সাভারে হল মার্কের পরিত্যক্ত ভবনে মিললো নিরাপত্তাকর্মীর মরদেহ

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ১২:১৩

সাভারে হল মার্কের পরিত্যক্ত ভবনে মিললো নিরাপত্তাকর্মীর মরদেহ
'হল মার্ক' গ্রুপের পরিত্যক্ত ভবন। ছবি: সংগৃহীত

সাভারের নগরচর এলাকার 'হল মার্ক' গ্রুপের একটি পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক নিরাপত্তাকর্মী মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. রয়েলকে (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে।

রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভোরে জঙ্গলের মধ্যে রয়েলের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে গেছে জুয়াড়িরা।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত