ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর হাতে দমন

  নিজস্ব প্রতি‌বেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ২১:৫২

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর হাতে দমন
আই‌জি‌পি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

আই‌জি‌পি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির রয়েছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসাথে বসবাস করেন।

রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন আই‌জি‌পি।

তিরি বলেন, সাম্প্রদায়িক মানুষেরা সবসময় সুযোগ খুঁজে। উৎসবের মাঝে কালিমা লেপে দিতে চায় এসব দুষ্কৃতিকারী। সকলকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যখন লোক কম থাকে, তখন বেশি সতর্ক থাকতে হবে। যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো প্রকার অঘটন ঘটনোর সুযোগ না পায়।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস

  • সর্বশেষ
  • পঠিত