ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

তেলের জন্য পাম্পগুলোতে ভিড় বিশৃঙ্খলা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ২০:৪৯

তেলের জন্য পাম্পগুলোতে ভিড় বিশৃঙ্খলা
পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি। নিজস্ব ছবি

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অন্ধকারে ঢেকে গেছে দেশের বেশিরভাগ অঞ্চল। হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন কাজে জেনারেটরের ওপর নির্ভর করছে মানুষ। কিন্তু সেক্ষেত্রেও দেখা দিয়েছে ব্যাপক বিড়ম্বনা। বেড়েছে ডিজেলের চাহিদা। কিন্তু পাম্পগুলোতে তেলের পর্যাপ্ত মজুদ না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার দুপুরে থেকেই রাজধানীর তেলের পাম্পগুলোতে খোলা তেল নিতে গ্যালন-ব্যারেল নিয়ে হুমড়ি খায় মানুষ। হঠাৎ করে এমন চাপ পড়ার কারণে অনেক পাম্পেই ডিজেল শেষ হয়ে গেছে বলেও জানা যায়।

পেট্রলপাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি ও রমনা পেট্রলপাম্পের মালিক মাজেদুল হক বলেন, সারাদেশে পাম্পের ওপর অনেক চাপ পড়েছে। আমার নিজের পাম্পেই সন্ধ্যার মধ্যে ডিজেল শেষ হয়ে গেছে।

তিনি বলেন, আজ ডিজেল শেষ। বুধবার পূজার বন্ধে তেল আসবে না। তার মানে যাদের ডিজেল শেষ, তারা বুধবারও ডিজেল দিতে পারবেন না। একদম পরশু নিতে হবে।

মানুষ তেলের জন্য পাগল হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ একদম পাগল হয়ে গেছে। আড়াই দিনের জন্য যে ডিজেল এনেছিলাম, সাত ঘণ্টায় তা শেষ হয়ে গেছে।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুপুর ২টার পর পরই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানীসহ দেশের অর্ধেক অঞ্চল। কী কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো তা তাৎক্ষণিক নির্দিষ্ট জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সন্ধ্যার পর বিদ্যুৎ স্বাভাবিক হতে শুরু করে। ঢাকার কিছু এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত