ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সাজেকে পাহাড়ধসে যান চলাচল বন্ধ

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ১৩:৪৯  
আপডেট :
 ০৫ অক্টোবর ২০২২, ১৩:৫৮

সাজেকে পাহাড়ধসে যান চলাচল বন্ধ
সাজেকে পাহাড়ধসে যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত।

বাঘাইছড়ি উপজেলার সাজেকে অতিবৃষ্টিতে পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে রাতের কোন এক সময় সাজেকে যাওয়ার পথে শুকনানন্দ রামপাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে। ফলে বুধবার সকাল থেকে সাজেকে যান চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) রুমনা আক্তার।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সড়ক পরিষ্কারের জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে।

রুমনা আক্তার জানান, সাজেক এলাকায় প্রায় দুই হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় তিন হাজার পর্যটক রয়েছেন। পাহাড় ধসের ঘটনায় তারা আটকে পড়েছেন। সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় পর্যটকরা ছুটে আসছেন। তবে পাহাড় ধসের ঘটনায় দুই পাড়ে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এর ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত