ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

কোটালীপাড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:৩২

কোটালীপাড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০
আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে একজন। ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমার বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বুধবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমুরিয়া গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে পরিতোষ বিশ্বাসের সাথে একই গ্রামের নকুল বিশ্বাসের ছেলে রাম বিশ্বাসের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে পুকুরে মাছ দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গুরুতর আহত ব্যক্তিরা হলেন- পরিতোষ বিশ্বাস (৩৫), কার্তিক বিশ্বাস (৩৫), প্রসেনজিৎ বিশ্বাস (২০), লক্ষণ বিশ্বাস (৫০), বিউটি বিশ্বাস (৩০), রাম বিশ্বাসকে (৪৫)।

পরিতোষ বিশ্বাস বলেন, বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর আমরা রায় পেয়েছি। এ রায়ের পরে ওই জায়গার পুকুরে আমরা মাছ ধরতে গেলে রাম বিশ্বাস অন্যায় ভাবে আমাদের বাঁধা দিয়ে মারধর করেছে।

এ বিষয়ে রাম বিশ্বাস বলেন, পরিতোষ বিশ্বাস লোকজন নিয়ে আমাদের পৈত্রিক জায়গার পুকুরে মাছ ধরতে গেলে আমরা বাঁধা দিয়েছি।

কোটালীপাড়া থানার ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ আরও বলেন, এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত