ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে ময়লার ড্রামে মিললো নবজাতকের লাশ

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ১৫:৫২

গাজীপুরে ময়লার ড্রামে মিললো নবজাতকের লাশ
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকায় ময়লার ড্রামের ভেতর থেকে দুইদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় আহসান আলীর বাড়ির পাশের ময়লার ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, বুধবার সকাল ৯টার দিকে ময়লার ড্রামের ভেতর স্থানীয় লোকজন পলিথিনে মোড়ানো চটের বস্তার ভেতর অজ্ঞাতনামা নবজাতক ছেলের লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে বেলা সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত