ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মোটরসাইকেলের হেলমেটের মান নির্ধারণ করবে কর্তৃপক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ১৭:১৭  
আপডেট :
 ২৭ অক্টোবর ২০২২, ১৯:১৭

মোটরসাইকেলের হেলমেটের মান নির্ধারণ করবে কর্তৃপক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটরসাইকেলের হেলমেটের মান নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে টাস্কফোর্সের সভা শেষে এ কথা জানান তিনি।

এসময় চালক-আরোহীদের নির্ধারিত মানের হেলমেট ব্যবহার করতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, মোটরসাইকেল চালকদের হেলমেটের মান নির্ধারণের জন্য বিআরটিএকে বলা হয়েছিল। তবে এর যথাযথ কর্তৃপক্ষ হলো বিএসটিআই। সংস্থাটির সঙ্গে বিআরটিএ যোগাযোগ রাখছে। আমাদের সচিবও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। শিগগিরই এক নীতিমালা বা স্পেসিফিকেশন বিএসটিআই করে দেবে। যারা হেলমেট ব্যবহার করেন, তাদেরকে সেই নীতিমালা মেনে চলতে হবে।

‘প্রায়ই মোটরসাইকেল এক্সিডেন্ট (দুর্ঘটনা) হচ্ছে। এসব ঘটনায় অঙ্গহানির সঙ্গে জীবনও যাচ্ছে। বিষয়গুলো লক্ষ্য রেখেই নীতিমালা করা হচ্ছে।’

বিআরটিএ-তে জনবলের ঘাটতি রয়েছে বলেও এসময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত