ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

সাজেকের ট্যুরিস্ট স্পট হেলিপ্যাড বন্ধ ঘোষণা

  রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ১২:৪৩  
আপডেট :
 ১৫ নভেম্বর ২০২২, ১৬:১১

সাজেকের ট্যুরিস্ট স্পট হেলিপ্যাড বন্ধ ঘোষণা
সাজেক। ছবি: সংগৃহীত

সাজেকের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ‘হেলিপ্যাড’ পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রিসোর্টের মালিকরা মঙ্গলবার সকালে সাজেকের হেলিপ্যাডে পর্যটক প্রবেশ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক রিসোর্টের ব্যবস্থাপক জানান, গত কয়েক দিন ধরে হেলিপ্যাডের আশপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখেছিলাম। সকালে জানতে পারলাম আজ থেকে হেলিপ্যাডে প্রবেশ নিষিদ্ধ।

পর্যটকরা জানান, প্রথমত নিরাপত্তার কারণে বন্ধ করা হয়েছে। তাছাড়া পর্যটকরা জায়গাটা খুব বেশি নোংরা করে ফেলেন, তাই হয়তো বন্ধ করে দিয়েছে।

ঢাকা থেকে বেড়াতে আসা আক্রাম হোসেন বলেন, হেলিপ্যাড থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার চিন্ত ছিল। কিন্তু এখানে এসে দেখি তা বন্ধ রয়েছে।

কয়েকজন পর্যটক বলেন, আসলে পর্যটকদের কাছে হেলিপ্যাড একটি আকর্ষণীয় জায়গা। কিন্তু সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত করে দেয়াতে একটু হতাশা কাজ করছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, পর্যটকরা হেলিপ্যাডের সৌন্দর্য রক্ষার বিষয়ে সচেতন নন। নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটকদের জন্য এটি বন্ধ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত