ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘মাইন’ বিস্ফোরণে বাংলাদেশি আহত

  বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ১৭:০৪  
আপডেট :
 ১৬ নভেম্বর ২০২২, ১৮:৩৭

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘মাইন’ বিস্ফোরণে বাংলাদেশি আহত
আহত যুবক। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে ‍‍‘মাইন বিস্ফোরণে’ এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। আহত বেলাল (৩০) কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজিপাড়ার বাসিন্দা আবুল হাশেমের ছেলে।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ফুলতলি সীমান্ত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার বলেন, ফুলতলি এলাকার কাঁটাতারসংলগ্ন সীমান্ত পিলার ৪৬ ও ৪৭ নম্বর এলাকায় মাইন বিস্ফোরণ হয়েছে। তবে মাইন বিস্ফোরণে বেলাল নামে যিনি আহত হয়েছেন, তিনি আমার ইউনিয়নের বাসিন্দা নন। মাইন বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে শুনেছি।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত