ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

উত্তরা বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তরা পাবে ৫ হাজার টাকা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০০:৪০

উত্তরা বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তরা পাবে ৫ হাজার টাকা
ছবি: সংগৃহীত

উত্তরা ৮ নম্বর সেক্টরের বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার বিকেল ৫টায় রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকায় সোনালী ব্যাংক অফিসার্স কোয়াটার্স সংলগ্ন বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন লাগার পনেরো মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে তৎপরতা শুরু করে। উত্তরা ও টঙ্গীর ৬টি ইউনিট সমন্বিতভাবে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার সূত্রপাত সম্পর্কে এখনো সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্তনাধীন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— প্রায় ১০০ থেকে ১১০ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পুড়ে যাওয়া ঘরগুলোর তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

তাৎক্ষণিকভাবে ডিএনসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) মো. জুলকার নয়ন, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মামুন-উল-হাসান, স্থানীয় কাউন্সিলর আফসার উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত