লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে দুরন্ত বিপ্লব মারা যান: পিবিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০৯:০৭ আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৯:১৭

বিপ্লব খুন হননি, লঞ্চের ধাক্কায় মারা গেছেন- এমনটাই পিবিআই এর প্রাথমিক (ছায়া) তদন্তে জানা গেছে বলে নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শাফিন মাহমুদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায়বিষয়ক সদস্যপদে ছিলেন দুরন্ত বিপ্লব।
|আরো খবর
আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবের মৃত্যু হয়েছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা থেকে পড়ে। অবশ্য পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা ও ময়নাতদন্তকারী চিকিৎসক ‘হত্যার’ কথা বলেছিল। কিন্তু এ মামলার ছায়া তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, ‘খুন নয়, তার মৃত্যু দুর্ঘটনায়’।
পিবিআইর ঢাকা জেলার পুলিশ সুপার শাফিন মাহমুদ জানান, বিপ্লব খুন হননি, লঞ্চের ধাক্কায় মারা গেছেন। পিবিআই এর প্রাথমিক (ছায়া) তদন্তে এমনটাই পাওয়া গেছে।
পুলিশের বিশেষ এ ইউনিট তদন্তে নেমে জানতে পারে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে আসার পথে বুড়িগঙ্গার যে অংশে নিখোঁজ হন দুরন্ত বিপ্লব, সেখানে একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই নৌকার মাঝি শামসুকে খুঁজে পাওয়ার পর তারা সেখানে নৌকা ডুবির বিষয়ে আরও তথ্য পান।
বাংলাদেশ জার্নাল/এমপি