নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ২৩:৩৫

ছবি- প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুজাইফা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রাখালগাছা সাজিপাড়া গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।
|আরো খবর
নিহত শিশু হুজাইফা উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা সাজিপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, রাখালগাছা সাজিপাড়া গ্রামের হুজাইফা তার বাড়ীতে খেলা করছিল। হঠাৎ সকলের অগচরে সে বিদু্তের তারে হাত দেয়। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।বাংলাদেশ জার্নাল/এমএ