ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ১৪:২৯

জয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
বিভিন্ন স্টল ঘুরে দেখছেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। ছবি: প্রতিনিধি

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে দুই দিনব্যাপী শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।

বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট পৌর শহরের সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। পরে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী।

এ মেলায় বিষয়ভিত্তিক ৭৮টি স্টল বসানো হয়েছে। এসব স্টলের মাধ্যমে নাগরিক সুবিধার নানা দিক সম্পর্কে মানুষ বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত