নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ডেমরা থানার এসআই নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১৩:৫৯ আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৪:৫৩

নরসিংদীর শীবপুরে সড়ক দুর্ঘটনায় ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া (৩১) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুক মোল্লা বলেন, সবুজ মিয়া উপপরিদর্শক হিসেবে ডেমরা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার খামারের চর গ্রামে। বাবার নাম সিরাজ মিয়া। থাকতেন থানার কোয়ার্টারে। গতরাতে ডিউটি ছিল তার। সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
বাংলাদেশ জার্নাল/সুজন/ এমএম