ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

পাবনায় গ্রেপ্তার ১২ জনসহ ৩৭ কৃষকের জামিন

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ১৬:১৬  
আপডেট :
 ২৭ নভেম্বর ২০২২, ১৬:২৬

পাবনায় গ্রেপ্তার ১২ জনসহ ৩৭ কৃষকের জামিন
জামিন পাওয়া কৃষকরা। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ঋণ খেলাপির মামলায় গ্রেপ্তার ১২ জনসহ ৩৭ কৃষককে জামিন দিয়েছে আদালত।

রোববার দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. শামসুজ্জামান এই আদেশ দেন। আদালতে ব্যাংকের নিযুক্ত আইনজীবী আব্দুল মজিদ এ তথ্য জানান।

বেলা ১১টার দিকে প্রথমে গ্রেপ্তার হয়ে জেলে যাওয়া ১২ কৃষকের জামিন মঞ্জুর করেন আদালত। একইসঙ্গে এই মামলায় বাকি ২৫ জনকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন বিচারক। নির্দেশনার পরপরই কৃষকরা আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদেরও জামিনের আদেশ দেন বিচারক।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট কাজী সাজ্জাদ ইকবাল লিটন, অ্যাডভোকেট সাইদুর রহমান সুমন এবং অ্যাডভোকেট মইনুল ইসলাম মোহন।

ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সমবায় ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের ৩৭ জন কৃষক একটি সমিতির নামে যৌথ ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পুরো পরিশোধ না হওয়ায় ২০২১ সালে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

পরবর্তীতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ১২ কৃষককে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পরে মাত্র ২৫-৩০ হাজার টাকা ঋণ খেলাপির দায়ে ১২ প্রান্তিক কৃষক জেলে যায়। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

‌ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, গ্রেপ্তাররা অধিকাংশই প্রান্তিক কৃষক। তারা একেকজন ২৫ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তাদের অনেকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, ঋণের টাকা তারা পরিশোধ করেছেন। মামলার বিষয়টিও তারা জানতেন না।

এ বিষয়ে সমবায় ব্যাংকের পাবনা জেলা শাখার তৎকালীন ম্যানেজার ও মামলার বাদী মোজাম্মেল হক বলেন, ঋণ খেলাপির দায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক মামলা করা হয়। এটি স্বাভাবিক পক্রিয়া মাত্র।

আসামি পক্ষের আইনজীবী কাজী সাজ্জাদ ইকবাল লিটন জানান, কৃষকরা জামিন পাওয়ার পর আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত