ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

উপকরণের দাম কমানোর দাবি মুদ্রণ ব্যবসায়ী সমিতির

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ০১:৪৮

উপকরণের দাম কমানোর দাবি মুদ্রণ ব্যবসায়ী সমিতির
প্রতিকী ছবি

কাগজসহ সব মুদ্রণ উপকরণের দাম কমানোর দাবি জানিয়েছে জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতি। জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান মো. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ টিটো যৌথ বিবৃতিতে এ দাবি করেন।

সংগঠনের নেতারা বলছেন, কাগজসহ মুদ্রণ শিল্পের অত্যাবশ্যকীয় উপকরণ কালি, বোর্ড, ফিল্ম, কেমিক্যাল, প্লেট এবং অন্যান্য দ্রব্যের দাম ক্রমাগত বাড়ছে। এতে মুদ্রণ পেশায় জড়িত বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মুদ্রণ উপকরণের দাম বৃদ্ধির কারণে এ পেশা ও শিল্পে জড়িত লাখ লাখ ব্যবসায়ীর পক্ষে বর্তমানে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এটি একদিকে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, অন্যদিকে লাখ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তাই অনতিবিলম্বে সব মুদ্রণ উপকরণের দাম কমাতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বাজার স্থিতিশীল করার দাবি জানান সংগঠনের নেতারা।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত