৮ হাজার টাকার জালনোটসহ যুবক আটক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ০৫:২৩ | অনলাইন সংস্করণ

প্রতীকী ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে ৮ হাজার টাকার জালনোটসহ মো. ইউনুচ (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী ক্যান্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইউনুচ চট্টগ্রামের পটিয়া থানাধীন কুসুমপুরা গ্রামের ইলিয়াছ খাঁ বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তৃতীয় শ্রেণির কর্মচারী ক্যান্টিনের সামনে থেকে মো. ইউনুচ নামের এক জালনোট কারবারিকে আটক করেছি। তার কাছ থেকে ৮ হাজার জাল টাকা পাওয়া গেছে। এর মধ্যে এক হাজার ও ৫০০ টাকার নোট রয়েছে। তাকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এমএ