ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণাকারী গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ১৭:৫০

র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণাকারী গ্রেপ্তার
ছবি: নিজস্ব

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতের নাম- মো. ইউসুফ (৪২)।

রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রায়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, ইউসুফ গত ১৬ অক্টোবর মো. সাদ্দাম (৩২) নামের একজনকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড এলাকা থেকে মোটরসাইকেলে করে শনির আখড়ায় নিয়ে যায়।

সেখানে নিয়ে সাদ্দামকে মামলা দেয়াসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। পরে সাদ্দাম ভয়ে তার আত্মীয় স্বজনদের কাছে মোবাইলে যোগাযোগ করে ইউসুফকে ১০ হাজার টাকা দেন। এরপর ইউসুফ ছেড়ে দেন সাদ্দামকে।

এছাড়াও গ্রেপ্তার ইউসুফ র‌্যাবের বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন বলে জানা যায়। গ্রেপ্তার ইউসুফের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস

  • সর্বশেষ
  • পঠিত