টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ২০:৩৫ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বাসাইল উপজেলার করাতিপাড়া হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ।
নিহত ময়থা গাছপাড়া গ্রামের মৃত আবু সাইদের পুত্র আবুল হোসেন (৪৬)। অপর নিহতের পরিচয় তাতক্ষণিক পাওয়া যায়নি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ওই দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। এসময় বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
বাংলাদেশ জার্নাল/আরকে