চোলাই মদসহ রাখাইন নারী আটক
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ২৩:২৭

পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৩৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ হেমাতি (৪১) নামের এক রাখাইন নারীকে আটক করেছে পুলিশ।
|আরো খবর
রোববার রাতে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১৩ প্লাস্টিক বোতল ও একটি কন্টেইনার ভর্তি মদ উদ্ধার করে। হেমাতি ওই পাড়ার বাসিন্দা মংচোহেন মঞ্জুর স্ত্রী বলে পুলিশ জানায়।
মহিপুর থানার ওসি খন্দকার মো.আবুল খায়ের বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক রাখাইন নারীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। কেরানীপাড়ার রাখাইন পল্লী সংলগ্ন একটি আবাসিক হোটেলের ১০৪ নং কক্ষে এসব মদ রাখা ছিল।
বাংলাদেশ জার্নাল/নুসরাত/আরকে/এমএ