টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ ব্যাংকার নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০১:২১

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দেলদুয়ার ও আবুল হোসেন নামে ২ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত দুজনই দেলদুয়ার কৃষি ব্যাংকের উপজেলা শাখায় কর্মরত ছিলেন।
নিহত আবুল হোসেনের (৪৮) বাড়ি বাসাইল উপজেলার ময়থা গাছ পাড়া। আর রেজাউল করিমের (৩৫) বাড়ি জেলার নাগরপুর উপজেলা এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতি পাড়া বাইপাস এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম বলেন, তাদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
বাংলাদেশ জার্নাল/এমএ