ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

৬৭ বছরে এসএসসি পাশ, বিজয়ের হাসি আবুল কালামের

  সুজন সেন, শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১৫:২৮

৬৭ বছরে এসএসসি পাশ, বিজয়ের হাসি আবুল কালামের
আবুল কালাম। ছবি: প্রতিনিধি

৬৭ বছর বয়সে এসএসসি পাশ করলেন আবুল কালাম আজাদ। কিশোর কিশোরিদের সাথে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ২.৯৪ পেয়ে পাশ করে এলাকায় আলোচনায় এসেছেন তিনি। আবুল কালাম শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের লংগড়পাড়া গ্রামের মৃত আব্দুল রশিদ মন্ডলের ছেলে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, আবুল কালাম আজাদ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শিক্ষার কোনো বয়স নেই। তার এই পথ চলা এলাকায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আবুল কালাম আজাদ জানান, ১৯৭৫ সালে তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক কারণে পরীক্ষা না দিয়ে চাকরি নিয়ে সৌদি আরব যান। সেখানে থাকেন দীর্ঘদিন। বাড়ি এসে সাংসারিক কাজের ফাঁকে শুরু করেন লেখালেখি। তার দাম্পত্য জীবনে তিন ছেলে। বড় ছেলে অধ্যাপক। মেজো ছেলে কামিল পাশ ও ছোট ছেলে ইঞ্জিনিয়ার। পুত্রবধূরাও শিক্ষিত।

আবুল কালাম আজাদ আরও বলেন, যেখানে যেতাম সেখানেই অনেকে উচ্চশিক্ষা অর্জনের পরিচয় দিতো। তখন নিজেকে খুব ছোট মনে হতো। সেই থেকে ইচ্ছা তিনিও পড়ালেখা করবেন। শিক্ষিত হবেন। এ কারণে ছেলেদের সহযোগিতায় নবম শ্রেণিতে ভর্তি হন। শুরু করেন পড়ালেখা। এবার তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানীয় একটি বিদ্যালয়ের মাধ্যমে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেন।

খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া বলেন, তার এসএসসি পাশের খবর শুনে আমরাও খুশি। কারণ এ বয়সে তিনি পড়ালেখা করে পাশ করেছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই।

চেয়ারম্যান দুলাল মিয়া আরও বলেন, আবুল কালাম আজাদ অসংখ্য কবিতা, ছড়া, উপন্যাস ও গান লিখেছেন। ইতোমধ্যে দেহদাহ ও দেশরত্ন নামে দুইটি কবিতার বই প্রকাশ করেছেন তিনি। এছাড়া বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও দেশের উন্নয়ন নিয়ে তার লেখা কবিতার বই এলাকায় প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত