ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

২১ বছর আগে সবজি বিক্রেতাকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ০৮:২৪  
আপডেট :
 ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৪৩

২১ বছর আগে সবজি বিক্রেতাকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
সবজি বিক্রেতাকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ২১ বছর আগে সবজি বিক্রেতা ইদ্রিসকে গুলি করে খুনের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বুধবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ সেলিম মিয়ার আদালত এ আদেশ দেন। রায়ের সময় দুই আসামিই পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে হত্যার মামলায় মোহাম্মদ শুক্কুর নামে এক আসামিকে মৃত্যুদণ্ড ও আরেক আসামি আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

২০০২ সালের ১৮ জানুয়ারি চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ির মেথরপট্টি এলাকায় পূর্ব বিরোধের জেরে সবজি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় ইদ্রিসের ভাই মোহাম্মদ শহীদ বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত