রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ১০:০৫ আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১০:০৭

রাজধানীর রাজারবাগ মোড়ে ৩৮ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
|আরো খবর
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, মধ্যরাতে রাজারবাগ মোড়ে কোনো যানবাহন তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। গভীর রাত হওয়ায় কোন গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে সেটিও কেউ দেখেনি। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/ওএফ