ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ১২:১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়ায় গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মিনহাজ (২৪)। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণী আহত হয়েছেন।
|আরো খবর
নিহত মিনহাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি ঢাকার পশ্চিম আগারগাঁওয়ের মিজানুর রহমানের ছেলে। এ ছাড়া গুরুতর আহত তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার এসআই মো. বিল্লাল হোসেন জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়ায় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল উল্টে যায়। এতে মিনহাজ ঘটনাস্থলেই মারা যান এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় এক তরুণী গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, তারা মাওয়ার দিকে ঘুরতে যাচ্ছিলো। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধুদের থেকে জানা যায়, তরুণীর বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ জার্নাল/রাজু