নরসিংদীতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৭:৪৬ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৭:৪৭

নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে ওই ইউনিয়নের শান্তিপুর বাজারে এ ঘটনা ঘটে।
|আরো খবর
নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত চেয়ারম্যান মানিকের ভাই বারসন মিয়া। তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ গুলি করে মানিককে হত্যা করেছে।
রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, গুলির ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
জানা গেছে, নিহত জাফর ইকবাল মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুই বার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের যুবলীগ সভাপতি তিনি।
বাংলাদেশ জার্নাল/এমপি