ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। পিকআপভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। নিহতের নাম শীতল মিয়া (৫৫)।
|আরো খবর
নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধারাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, নিহত শীতল মিয়া (৫৫) মুক্তারামপুর গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় মুক্তারামপুর-ধরাভাঙ্গা সড়কে পিকআপভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে মুক্তারামপুর গ্রামের বাসিন্দা ইব্রাহীম মিয়ার সঙ্গে ধরাভাঙ্গা গ্রামের রহিম মিয়ার কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে এ ঘটনার জেরে শনিবার সকাল থেকেই সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় আহত শীতল মিয়া চিকিৎসাধীন অবস্থায় নরসিংদীর একটি হাসপাতালে মারা যান।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমপি