ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। পিকআপভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। নিহতের নাম শীতল মিয়া (৫৫)।

নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধারাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।  শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, নিহত শীতল মিয়া (৫৫) মুক্তারামপুর গ্রামের বাসিন্দা। 

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় মুক্তারামপুর-ধরাভাঙ্গা সড়কে পিকআপভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে মুক্তারামপুর গ্রামের বাসিন্দা ইব্রাহীম মিয়ার সঙ্গে ধরাভাঙ্গা গ্রামের রহিম মিয়ার কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে এ ঘটনার জেরে শনিবার সকাল থেকেই সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় আহত শীতল মিয়া চিকিৎসাধীন অবস্থায় নরসিংদীর একটি হাসপাতালে মারা যান। 

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি