যুবদল সভাপতি টুকু আটক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ২৩:৪৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বিএনপির গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত পৌনে ১১ টার দিকে আমিন বাজার থেকে তাকে আটক করা হয়।
এসময় টুকু'র সাথে থাকা যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এবিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার আমাদের ১০ জানুয়ারি গণ সমাবেশকে কেন্দ্র করে উম্মাদ ও হিংস্র হয়ে গেছে। এই সরকারের অত্যাচার এবং অবিচার এমন পর্যায়ে চলে গেছে তা থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে প্রয়োজন একটি গণ অভ্যূথান। রিজভী অবিলম্বে টুকুসহ গ্রেপ্তার নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বাংলাদেশ জার্নাল/এএইচ/এমএ