ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে শিক্ষার্থীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষকের বিচার দাবি

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ১৮:১০

ফরিদপুরে শিক্ষার্থীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষকের বিচার দাবি
শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানবন্ধন। ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ উচ্চ-বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে স্কুলটির প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের বিচারের দাবিতে মানবন্ধন করেছে শিক্ষার্থী ও অভিবাভকরা।

রবিবার সকাল ১০টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন- স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজার রহমান নিলু খলিফা, স্থানীয় মীর হায়দার, সুবান শিকদার, ছাত্রী মোসা. হাবিবা প্রমূখ। এ সময় বক্তারা অভিযুক্ত শিক্ষককের বিচার দাবি করেন।

প্রসঙ্গ, গত বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালীন সময় নকল করার অপরাধে শিক্ষার্থীর খাতা নিয়ে যায়। পরে ঘটনাটি শুনে ওই শিক্ষার্থীকে তার আলাদা গোপন রুমে নিয়ে যায় প্রধান শিক্ষক। সেখানে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থী চিৎকার করলে তার মুখ বন্ধ করে রাখেন তিনি। পরে প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করে।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/জিকে

  • সর্বশেষ
  • পঠিত