ধর্ম পরীক্ষা বহালের দাবিতে যশোরে মানববন্ধন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ০২:০৭ | অনলাইন সংস্করণ

  যশোর প্রতিনিধি

ছবি- প্রতিনিধি

পাবলিক পরীক্ষায় ধর্ম পরীক্ষা বহাল, সর্বস্তরের শিক্ষায় ধর্ম শিক্ষা বাধ্যতামূলক, সিলেবাস থেকে ঈমান আকিদা বিনষ্টকারী ডারউনের বিবর্তন বাদ দেয়ার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি মিয়া মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে মানববন্ধনে শতাধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসুল্লি অংশ গ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।

এসময় তিনি বলেন, নীতি, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছাড়া কোন জাতির উন্নতি হতে পারে না। শিক্ষা কারিকুলাম-২০২১ এ ইসলাম ধর্ম শিক্ষা বাদ দিয়ে একটি বিভ্রান্তমূলক শিক্ষা ব্যবস্থা কয়েমের চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/এমএ