কুমিল্লায় বাসচাপায় হাফেজ নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ১৩:২৯

কুমিল্লায় বাসচাপায় কোরআনের একজন হাফেজ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হাফেজ আবু নাঈম (২৮)। তিনি বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সুন্দরম গ্রামের আবুল হোসেনের ছেলে।
|আরো খবর
সোমবার (০৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কে নিউজনতা ও ফারজানা ট্রান্সপোর্ট নামে দুটি বাসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।
ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি বাস চাপা দিয়ে চলে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ নাঈমকে মৃত ঘোষণা করেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ জার্নাল/রাজু