ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সীমান্ত সম্মেলনের উদ্দেশ্যে বিজিবির ১৩ সদস্য ভারতে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:৩৯

সীমান্ত সম্মেলনের উদ্দেশ্যে বিজিবির ১৩ সদস্য ভারতে
বিজিবি প্রতিনিধি দল আখাউড়া সীমান্তে পৌঁছলে ভারতের ত্রিপুরা রাজ্যের গকূলনগর বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেক্টর কমান্ডার রাজেশ কুমার তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে বিজিবির দক্ষিণ-পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে দলটি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌঁছায়।

বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গত ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। আলোচনা শেষে প্রতিনিধি দলটি ৯ নভেম্বর বিকালে আখাউড়া চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবে। প্রতিনিধি দলে বিজিবি চট্টগ্রাম ছাড়াও ময়মনসিংহ, সিলেট, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের রিজিয়ন ও সেক্টর কমান্ডারগণ রয়েছেন।

এদিকে বিজিবির দক্ষিণ-পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী নেতৃত্বে প্রতিনিধি দলটি আখাউড়া সীমান্তে পৌঁছলে ভারতের ত্রিপুরা রাজ্যের গকূলনগর বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেক্টর কমান্ডার রাজেশ কুমার তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত